সাধারণ কন্যা
- manisha chhetri
- Jun 14, 2024
- 1 min read
একজন সাধারণ কন্যা যখন জন্ম নেই এই সমাজে তখন থেকেই তার শারীরিক যন্ত্রণার সাথে নিজের জীবন পরিবর্তন করতে পারে।
একজন সাধারণ কন্যা যখন বাড়ির গণ্ডি ছেড়ে পড়াশোনার পথ নির্ধারণ করে তখন চলমান ইতিহাসের পাতা পরিবর্তন করতে পারে।
একজন সাধারণ কন্যা যখন নিজের মা বাবার বাড়ির দায়িত্ব গ্রহণ করে তখন ও নিজের সমাজের পুরাতন চিন্তাধারা পরিবর্তন করতে পারে।
একজন সাধারণ কন্যা যখন প্রেম করে তখন নিজের জাতি,ধর্ম,পরিবার এক নতুন সংসারের জন্য পরিবর্তন করতে পারে।
একজন সাধারণ কন্যা যখন স্নেহ করে তখন জীবনভর নিজের অস্তিত্ব মা রূপে সম্পূর্ণ ভাবে পরিবর্তন করতে পারে।
যদি সেই একজন সাধারণ কন্যা নিজের পরিবারের সদস্যদের উপর কোনো ধরনের বিপদ সংকট আসতে দেখে তখন সেই সংকটের মোকাবিলা করার জন্য সাহসের সাথে লড়াই করে থাকে নিজের আর নিজের পরিবারের সুরক্ষার জন্য।তাহলে এই হৃদয়হীন কঠিন সমাজের বিক্রীত হয়ে যাওয়া শাসন ব্যবস্থা আর একটা ছোট জেলার পুলিশ থানার কয়েক গুণ্ডা শাসন অধিকারী তো কী জিনিস দেশের আইনে শাসন করে থাকা সরকারের সাথে দেশের সংবিধান অব্দি পরিবর্তন করতে পারে।
“একজন সাধারণ কন্যা নিজের আর নিজের পরিবারের উপর হয়ে থাকা অত্যাচার চূপচাপ সহ্য করতেছে তার মানে এইটা নয় যে ও ভয় পেয়ে আছে।সেই সাধারণ কন্যা এই অত্যাচারগুলো এই কারণে সহ্য করতেছে যে ও একদিন যদি প্রতিবাদে নেমে পড়ে সেই দিন আসল অত্যাচার কী জিনিস তার প্রকোপ কত দূর অব্দি হতে পারে আর সেই প্রকোপে কত গুণ্ডা শাসকদের সংসার ভেঙে যেতে পারে এই কারণেই ও এতো বছর পর্যন্ত চূপ আছে।কিন্তু সব কিছু সহ্য করার একটা সীমা হয় সেই সহ্য করার সীমার গণ্ডি যেন এইবার না ভেঙে থাকে।”
Kommentare