স্থিরতা
- manisha chhetri
- Jan 24
- 1 min read
Updated: Jan 25

অভিযোগের পিছনে দৌড়াইলে জীবনে আরও বেশি অভিযোগটাই হাতে এসে পড়ে।
দুঃখের পিছনে দৌড়াইলে জীবনে আরও বেশি দুঃখই হাতে এসে পড়ে।
কাজের পিছনে দৌড়াইলে জীবনে আরও বেশি কাজই হাতে এসে পড়ে।
টাঁকার পিছনে দৌড়াইলে জীবনে আরও বেশি টাঁকাই হাতে এসে পড়ে।
ইচ্ছার পিছনে দৌড়াইলে জীবনে আরও বেশি ইচ্ছাই হাতে এসে পড়ে।
স্বপনের পিছনে দৌড়াইলে জীবনে আরও বেশি স্বপ্নই হাতে এসে পড়ে।
দায়িত্বের পিছনে দৌড়াইলে জীবনে আরও বেশি দায়িত্বই হাতে এসে পড়ে।
শিক্ষা, সত্যতার পিছনে দৌড়াইলে জীবনে আরও বেশি শিক্ষা, সত্যতাই হাতে এসে পড়ে।
ভালোবাসার পিছনে দৌড়াইলে জীবনে আরও বেশি ভালোভাসাই হাতে এসে পড়ে।
ভক্তি, সংস্কার ,পরিষ্কার পরিচ্ছন্নতাভরা পরিবেশের পিছনে দৌড়াইলে জীবনে আরও বেশি ভক্তি, সংস্কার ,পরিষ্কার পরিচ্ছন্নতাভরা পরিবেশই হাতে এসে পড়ে।
শান্তির পিছনে দৌড়াইলে জীবনে আরও বেশি শান্তিই হাতে এসে পড়ে।
অশান্তি ঝগড়ার পিছনে দৌড়াইলে জীবনে আরও বেশি অশান্তি ঝগড়াই হাতে এসে পড়ে।
অসহায় গরীব মানুষদেরকে অবহেলনা করার পিছনে দৌড়াইলে জীবনে আরও বেশি অসহায় গরিবিভরা অবহেলনাই হাতে এসে পড়ে।
"ব্যস্ত্যতাভরা সময়ের সাথে মানুষ এক দিক থেকে অন্যদিকে এক একটি অভিযোগ,টাঁকা,স্বপ্ন,ইচ্ছা,কাজ,ভালোবাসা,দায়িত্ব,দুঃখ,শান্তি,অশান্তি,সত্যতা,পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদিগুলির অজুহাত দেখিয়ে অশান্তিতে দৌড়াইতেই থাকে সম্পূর্ণ জীবনকাল অব্দি আর স্থিরতা হল বয়স্ককালের মৃত্যুমুখে যাওয়ার পর্যায় বলে আজীবন স্থিরতাকে অবহেলনা করতেই থাকে। আর স্থিরতা ওই মহত্ত্বপূর্ণ সময়ের প্রতীক্ষার আশায় থাকে যে মানুষ এক না একদিন নিজের ব্যস্ত্যতাভরা জীবনের মাঝে নিজেকে স্থির করে নিজের জীবনের উদ্দেশ্য লক্ষ্য পূরণ করার পথকে সুগম করার জন্য কিছুক্ষণ নিজের সাথে স্থির মানসিকতার চিন্তাধারা রেখে নিজের জীবন আরও বেশি নতুন নতুন উজ্জ্বল আশার সাথে নতুন ভাবে শুরু করবে বলে।"
Comments