শূন্য
- manisha chhetri
- Feb 8, 2024
- 1 min read
Updated: Jul 18, 2024
শূন্য এই শব্দটি সংখ্যার ক্ষেত্রে কিছু নেই বলার ভাষাকে বোঝায়।এই কিছু নেই বোঝানোর শব্দ শূন্য হলেও কেনো যে এই জগৎ এর সবচেয়ে বড় জ্ঞানের বিষয় গণিতের সংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা হল এই শূন্য।শূন্য হিসাবের ক্ষেত্রে এমন একটি গণিতের সংখ্যা যার উপস্থিতির প্রভাব থাকলেও পড়ে আর না থাকলেও পড়ে।যদিও এর মানেটাই হচ্ছে কিছু নেই শুধু মাত্র শূন্য।
হাজার হাজার বছরের পৃথিবীর ইতিহাসে কত কত জাতি প্রজাতি জীবজগৎএর উৎপত্তি,ধ্বংস আদি হয়ে যাওয়ার পর এই মানবজাতির উৎপত্তির ইতিহাস তার মধ্যে কয়েক 'শ'বছর চলেই গেল এই চলে যাওয়ার অতীতের সময়ের মধ্যে শুধু যে সময় বা যুগ চলে গেল তাই নয় কয়েক 'শ' কোটি কোটি মানুষদের ও জীবন চলে গেল।এই ছেড়ে চলে যাওয়া মানুষদের মধ্যে কয়েকজন মহান মনিষীদের জ্ঞানের চিন্তাধারা এমন ও ছিল যে সেই গণিতের শূন্যের মতন যাদের উপস্থিতির প্রভাব এই পৃথিবীর সমাজে ছিলই।তার সাথে সাথে তাদের না থাকার অনুপস্থিতিতেও এই পৃথিবীর মধ্যে তাঁদের প্রভাব পড়েই আছে যার সাহায্যে আমরা আজকের আধুনিকীকরণের বিজ্ঞানের যুগে বাঁচতে পেরেছি নানা সুখ সুবিধার সাথে।
আর বর্তমান কালের বাস্তব সময়ে আমাদের চিন্তাধারাও সঠিক সুপরিকল্পিত ভাবে সমগ্র জীবজগৎকে একসাথে নিয়ে বাঁচার দিকে নজর রেখে জীবনসারণী তৈরী করার মানসিক চিন্তাধারাবোধ গড়ে তুলতে হবে।যাতে ভবিষৎতের প্রজন্মের কাছে আমরাও আমাদের অতীতের মহান মনীষীদের মতনই পৃথিবীর কল্যাণকারী মহান মনিষীদের মতন হয়ে স্মরণে বেঁচে থাকতে পারি নাকি ধ্বংসকারী বলে।
"মানব শরীরের কোনো ভরসা নেই কিন্তু নিজের জ্ঞানের চিন্তাধারার উপস্থিতি ওই শূন্যের সংখ্যার মতন গড়ে তুলতে হবে যার প্রভাব থাকলেও পড়ে থাকে আর না থাকলেও পড়ে থাকে।"
Comments