top of page
Search

মা সরস্বতী

 এই পৃথিবীতে মানুষ শিক্ষার জ্ঞান না থাকার কারণে অন্ধ্যকারময় মেঘভরা জীবনে অন্ধ্যকারে তাঁদের জীবন অতিক্রম করতে ছিল।সেই সময় এই অন্ধ্যকারময় জীবন থেকে মানুষজাতিকে অবরুদ্ধ করার জন্য বিদ্যার অধিষ্ঠাত্রী দেবি মা সরস্বতী উনার জ্ঞানের উজ্জ্বল আলোর আশীর্বাদ দেওয়ার জন্য এই পৃথিবীতে চলে আসেন আর এই অন্ধ্যকারের মধ্যে জীবনযাপন করে থাকা মানুষজাতিকে উনার বিদ্যার জ্ঞানের আশীর্বাদের দ্বারা উজ্জ্বল শিক্ষার জ্ঞানের আলোয় আলোকিত করে তুলেন।সেই সময় উনি মানুষজাতিকে আশীর্বাদ স্বরুপ বিদ্যার জ্ঞান অর্পণ করেন তার সাথে সাথে মা সরস্বতী এই বরদাণ মানুষজাতিকে দিয়ে যান যে এই পৃথিবীতে যখন যখন বিদ্যার অভাবে শিক্ষার হানির ফলে মানুষের জীবনে অন্ধ্যকারের মেঘ ভেঙে পড়বে তখন তখন বিভিন্ন রূপে আমি তোমাদের জীবন উজ্জ্বল আলোয় আলোকিত  করার জন্য বিদ্যার জ্ঞানের দেবি রূপে আমি এই পৃথিবীতে শিক্ষা দেওয়ার জন্য আবার ফিরে আসবো আমার বিদ্যার  জ্ঞানের উজ্জ্বল আলোয় তোমাদের জীবন উজ্জ্বল শিক্ষায় আলোকিত করার জন্য।      


"বর্তমান দিনে মানুষ নিজের জীবনে যতই সতর্কতা রেখে তার শিক্ষার সাহায্যে জীবন অতিবাহিত করার চেষ্টা করে থাকুক না কেন, কোনো না কোনো কারণে বর্তমান দিনের মানুষ অন্ধ্যকারময় মেঘের প্রকোপে ঘিরে নিজের জীবনের কয়েকটি বিচার নিতে ভুল করেই ফেলে।নিজের মধ্যে অবস্থিত থাকা মা সরস্বতী আশীর্বাদে সে তার ভুল বুঝতে পেরে সেই অন্ধ্যকারময় মেঘের প্রকোপকে নিজের বিদ্যার শিক্ষার জ্ঞানের আলোয় আলোকিত করে তুলে নিজের জীবন আবার নতুন ভাবে মা সরস্বতীর দেওয়া আশীর্বাদের শিক্ষার পথে উজ্জ্বল ভাবে নির্ভয়ে জীবনযাপন করতে শুরু করে।"   

 

 
 
 

Comments


আধুনিক   সাহিত্য

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Facebook
  • Facebook

©2020 by moner kichu kptha. Proudly created with Wix.com

bottom of page