মানুষের সংস্কার
- manisha chhetri
- Sep 8, 2024
- 1 min read
জিবনে বেঁচে থাকার পথে মানুষকে কয়েক সময় এমন ধরণের ব্যস্ততাভরা পথ থেকেও হাঁটতে হয় যখন সে কয়েক মুহূর্তের অবসর নিজের জন্য অব্দি বের করে নিতে পারে না।কিন্তু এতো বছরের জিবনে সে যে সংস্কার শিখে এসেছে নিজের জিবনে নিজের পরিবার,নিজের আত্মীয়পরিজন,নিজের জাতি,ধর্ম,রাষ্ট্রীয় রীতিনীতির সংস্কার থেকে সে তার জীবনের যে কোনো পরিস্থিতির মধ্যে থাকুক না কেন সে তার জীবনের সংস্কারকে কোনো দিন ভুলে যেতে পারে না।সময়ের দুর্ভাগ্যে যদি কোনো মানুষ তার সংস্কারকে ভুলে যাওয়ার মতন চেষ্টাও করে থাকে তাহলে তার চারিপাশে অবস্থিত থাকা সেই সংস্কারের একএকটি রীতিনীতির প্রীতির প্রভাব তাকে তার জীবনের সংস্কার থেকে একমুহূর্তের জন্যও দূরে বঞ্চিত হতেই দেয় না।
মানুষ নিজের মনের যন্ত্রণা দূর করার জন্য তার চারিপাশে অবস্থিত থাকা প্রত্যেক সংসারিক মায়াজাল সব কিছু ভুলে গিয়ে দূরে যেতে পারে।কিন্তু তার জীবনের সংস্কার থেকে সে কোনো দিন কোনো ধরণের বিশেষ কারণেই থাকুক না কেন সে নিজের সংস্কার কোনো দিন ভুলে যেতে পারে না।আর তার জীবনে চারিপাশে থাকা এক একটি ব্যস্ত্যতাভরা মুহূর্ত তাকে তার জীবনের সেই সংস্কার যদি সে ভুলে যেতেও চায় তবুও তাকে ভুলে যেতে দেয় না।
“মানুষের জিবনে চিরন্তকাল অব্দি যদি নিঃস্বার্থ ভাবে শুদ্ধ ভক্তির দ্বারা কেউ টিকে থাকে সে হল শুধু একমাত্র তার জীবনের সংস্কার।এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মতো যে কেউ নেয় কিন্তু আসল শিষ্টাচার প্রাপ্ত মানুষ রূপে একজন মানুষ তক্ষনি পরিচিত হবে যখন অব্দি তার জিবনের মধ্যে সংস্কারের গুণ থাকবে।”
Commentaires