মৃত্যু
- manisha chhetri
- Feb 8, 2024
- 1 min read
Updated: Jul 18, 2024
মৃত্যু মানুষের জীবনের শেষ পর্যায়ের নাম।হলেও এই মৃত্যু মানুষকে এই মোহ মায়ার জগৎ থেকে মানুষকে দুরে নিয়ে যায় এক শান্তির জগৎতে যেখানে কোন অশান্তি থাকে না, যেখানে কোনো অভাব,অপুরতির হিসাব কিতাপ থাকে না, যেখানে কোনো কাজকর্ম অস্তিত্বের মোহ মায়া থাকে না,শুধু আছে এক শান্তি বাতাবরণের অশ্রুজলের শীতল ছায়া যা অন্তিম বিদায় দিয়ে থাকে এই জগৎতের জীবিত থাকা আত্মীয়জনেরা সেই অশ্রুর জলের বিদায় নিয়ে চলে যাওয়ার পরে থাকে এক
ভয়বীত শব্দ মৃত্যু কোনো সহজ শব্দ শুধুমাত্র নয় যে সহজে স্বীকার করে বিদায় দিয়ে দিতে পারে জীবিত থাকা আত্মীয় পরিজনেরা।মৃত্যু হল মানুষের জীবিত থাকা কালের সব ধরনের মোহমায়া জালের শত্রু যা সহজে স্বীকার করা যায় না।আর মৃত্যুর মধ্যে যতই ধরনের ভালো গুন থাকুক না কেনো এই জগৎতে থাকা জীবিত মানুষ মৃত্যুকে অস্বীকার করে ভয় পেয়ে দূরে ভাগতেই থাকে।আর এই জগৎতের প্রকৃতির বাস্তব সত্য হল এই যে কোনো সৃষ্টি এমন নেই যার ভবিষ্যৎ ধ্বংস না হয়।আর কারও জন্ম এমন নেই যার ভবিষ্যৎ মৃত্যু না হয়।
“মানুষের জীবনে মৃত্যু মানলে আসবে বা না মানলে আসবে না
এই সত্য প্রমাণ করে নয়। স্বীকার করে নিতে হয়।”
Comments