top of page
Search

ভারতের বিখ্যাত সেরা

Updated: Jul 18, 2024






ভারতের বিখ্যাত সেরা গুলি বিশ্বের সব বিখ্যাত সেরা থেকে উচ্চ মানের আছে এই ধরনের যুক্তি গুলি প্রায় বছরের পর বছর বেড়েই যাচ্ছে আরও বেশি। ভারতের বিখ্যাত সেরা শুধু মাত্র যুক্তি নয় এই বিখ্যাত সেরা গুলি সত্যিতেই বিশ্বমানের মূল্যবান সেরা এইখানকার পাহাড়-পর্বত,অরণ্য-বন্যপ্রাণী,আবহাওয়া-জলবায়ু,

প্রাকৃতিক সুন্দরজ্য থেকে শুরু করে এই খানকার ফসল-খাবার মশলা আদি,এই খানকার খেলাধূলা

চিত্রকলা,শিল্পকলা,নাট্যকলা,সঙ্গীত-ভজন-কীর্তন,সাহিত্যকলা,অভিনয়,নায়ক-নায়িকার সুন্দরজ্য থেকে শুরু করে এই খানকার সংস্কৃতি,ধার্মিক,সামাজিক,অর্থনৈতিক ব্যাবস্থা,শিক্ষা ব্যাবস্থা,স্বাস্থব্যাবস্থা,নানা সরকারি বেসরকারি সংগঠন গুলির কর্ম দক্ষতা এই খানকার দেশপ্রেমিক,সমাজ সেবকদের ভূমিকা সত্যিতেই ভারতের বিখ্যাত সেরা গুলির মধ্যে অমূল্য।আরো আর কত বিখ্যাত সেরা যে আছে ভারতের যা এত ছোট পৃষ্ঠার মধ্যে তাকে প্রকাশ করা সম্ভব নয় সেই সব বিখ্যাত সেরা গুলিকে নিজের চোখে এসে দেখলেই আপনি তার অমূল্য সুন্দরয্যের অনুমান করতে পারেন।যে ভারতের এই বিখ্যাত অমূল্য সেরা শুধু মাত্র যুক্তি নয় এটি এই বিশ্বে উপস্থিত সত্যিকারেরই আসল বিখ্যাত সেরা।

এই সব বিখ্যাত সেরা গুলির মধ্যে আর এক ভিন্ন ধরনের সেরা ও আছে হয়তো ভারতের বাইরে থাকা বাসিন্দারাই শুধু নয় এই ভারত বর্ষে থাকা ভারতবাসিও হয়তো ভালো ভাবে জানেন না যে এই দেশের

আইন ব্যাবস্থা কী ধরনের আছে আর এই আইনের কানুন গুলি কেমন সে হয়তো তারাই জানেন যারা এই ভারতবর্ষের আইনব্যাবস্থা,কানুনব্যাবস্থা নানা সরকারি সংগঠন গুলির কাছে নিজের প্রতি নিজের পরিবারের প্রতি হওয়া অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আবেদন নিয়ে গেছেন সাহায্যের জন্য সরকারি কর্মসংস্থানের কাজকর্মীদের কাছে। আর সেই সব স্থান থেকে ভালো ধরনের ন্যায় পাওয়ার জ্ঞান নিয়ে আসছেন।তারাই হইতো জানেন যে ভারতের স্কুল,কলেজের পাঠ্যপুস্তকে এক ধরনের আইন-কানুন ব্যবস্থার জ্ঞান দেওয়া হয় আর আসল জীবনে তারই ঠিক অন্য এক ধরনের আইন কার্যকরী করা হয়।

বর্তমান ভারতের আইন –কানুন ব্যবস্থা পাঠ্যপুস্তকে ,সংবিধানে লেখা আইনে চলে না এই খানে আইন ও টাকার ভাষা শুনে আর কানুন কার্যকরীও হয় টাকার ভাষা বুঝে আর আপনি যতই বড় crime করুন না কেন টাকার ভাষা সব সরকারি কর্মচারীকে criminalএর ইচ্ছার মতন ন্যায় করে চলতে বাধ্য করে দেয়।এই এক ধরনের ভারতের কলঙ্কিত সেরা হয়তো সত্যিতেই এর মিল বিশ্বের কোনো স্থানের বিখ্যাত সেরার সাথে নেই কিন্তু এটি একটি আসল সত্য সেরা।

তাই আসুন ভারতের অমূল্য বিখ্যাত সেরার সাথে আর এক ধরনের কলঙ্কিত হওয়া সেরাকেও দেখুন যে একটি criminal তার টাকার বলে তার সত্ত্বার বলে নিজের ইচ্ছার মতন একটি মেয়ে আর তার পরিবারকে কী কী ধরনের ষড়যন্ত্রে নির্যাতিত করে অসহায় করতে পারে।


“ভারতের আইন ব্যবস্থাতে যে আইনের কাছে টাকা ছাড়া সাহায্য নিতে যাবে তাকেই

আইনের শাস্তি ভোগ করতে হবে।

আর যে যতই বড় criminal হোক না কেন টাকা নিয়ে যদি সে আইনের কাছে যায় তা হলে

তাকে সব ধরনের শাস্তি থেকে মাকুব করে নিজের ইচ্ছার মতন চলার অধিকার দেওয়া হয় থাকে।

শুধু দেশের সুন্দরয্যের বিখ্যাত সেরাই একটি দেশের জনগণকে সুরক্ষিত বোধ করাতে পারে না সেই দেশের আইনকানুনের ন্যায়ের সমান্তাই হল একটি দেশের আসল বিখ্যাত সেরা।যেখানে সব শ্রেণীর দেশ বাসি নিজেকে নিজের পরিবারকে সুরক্ষিত বোধ করে বসবাস করতে পারে আইনকানুনের সুরক্ষার সাথে।"

 
 
 

Commenti


আধুনিক   সাহিত্য

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Facebook
  • Facebook

©2020 by moner kichu kptha. Proudly created with Wix.com

bottom of page