ব্যক্তিত্ব
- manisha chhetri
- Dec 31, 2024
- 2 min read
Updated: Jan 1

ব্যক্তিত্ব: তুমি যখন নিজের মাথা উঁচু করে দাড়াও
তখন আমি তোমার সাথে দাঁড়িয়ে থাকি।
ব্যক্তিত্ব: তুমি যখন এক পা সরিয়ে এগিয়ে চলে থাকো এই পরিবর্তিত হওয়া সমাজের মধ্যে তখন আমি তোমার সাথেই চলে থাকি।
ব্যক্তিত্ব: তুমি যখন শব্দের মধ্য দিয়ে নিজের বক্তব্য প্রকাশ করে থাকো তখন সেই শব্দের ব্যক্ত্যবের মধ্য দিয়ে আমি নিজের আত্মপ্রকাশ করে থাকি।
ব্যক্তিত্ব: তুমি যখন নিজের হাঁসি বা কান্নার মধ্য দিয়ে নিজের মনের ভাবনা প্রকাশ করে থাকো তখন সেই ভাবনার মধ্য দিয়ে আমি তোমার সাথে প্রকাশিত হয়ে থাকি।
ব্যক্তিত্ব:তুমি যখন রাগ করে নিজের বেগ শক্ত মনোভাব অনুভূতি করে থাকো সেই মনোভাবের মধ্যেও আমি তোমার সাথে জড়িত থাকি।
ব্যক্তিত্ব: তুমি যখন নিজের পরিবারের সদস্যদের সাথে সাথে নতুন সদস্যদের আগমনের ফলে নতুন নতুন ক্রিয়াকর্ম করে থাকো সেই ক্রিয়াকর্মের পরিণামের মধ্যেও আমি তোমার সাথে থাকি।
ব্যক্তিত্ব: তুমি যখন নিজের বাসস্থান আর নিজের কর্মস্থান নতুন ভাবে নির্ণয় করে থাকো সেই নির্ণয়ের মধ্যেও আমি থাকি।
"একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে বাচতে হলে নিজের জীবন বাড়ির গণ্ডির মধ্যে হোক বা বাইরে যখন সে নিজের জীবনকে নতুন ভাবে আরম্ভ করতে শুরু করে তখন তাকে এক পা সরে এগিয়ে চলতেও ভাবতে হয়।এক শব্দ নিজের মুখ থেকে বের করে কথা বলতেও ভাবতে হয়।একবার সাজসরঞ্জাম করে বের হতেও ভাবতে হয়।নিজের খাবারের মধ্যে কি মিশ্রিত আছে না আছে সেই বিষয় নিয়ে অনুসন্ধান করতেও ভাবতে হয়।সমাজের মধ্যে কার সাথে মিশে হাঁসতেছে বা কানতেছে সে সম্বন্ধ নিয়েও ভাবতে হয়।কোন কাজ করা ভালো আর কোন কাজ করা খারাপ সেই ব্যাপার নিয়েও ভাবতে হয়।বসবাস আর কর্ম ক্ষেত্র কোন হওয়া উচিত সেই চিন্তাধারা নিয়েও ভাবতে হয়। আর এই সব জিনিসগুলির ব্যাপারের চিন্তাধারা নিয়ে না চলে থাকা মানুষ ও তো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ রূপে চিনহিত হয় না।
আমরা যখন জন্ম গ্রহণ করে থাকি একটি পরিবারের মধ্যে সেই পরিবারের বংশপরম্পরাগত রক্তের সাথে আমরা জন্ম গ্রহণ করে থাকি এই পৃথিবীতে। একটি শিশু শৈশব,বাল্য,কৈশোর ও প্রাপ্ত বয়স্ককালের হওয়ার পরেই যৌবন বয়স্ককালে প্রবেশ করে থাকে আর এই সব কাল পরিবর্তনের সাথে সাথে কয়েক বছর ও পরিবর্তন হয়ে যায় আর আসে নতুন নতুন বছরের সাথে নতুন নতুন আধুনিক সংস্কারের নিয়মাবলীর জীবনসারণী এই সারণীগুলি যত নতুন নতুন হয়ে আসতে থাকে ততই এই সারনিগুলি ভালোর পথের চেয়ে বেশি খারাপ পথে নিয়ে যেতেই মানুষকে উদ্বিগ্ন করে থাকে।কিন্তু একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এই নতুন বছরের সাথে পরিবর্তিত হওয়া আধুনিক সংস্কারের জীবনসারণীর মধ্যেও নিজের পুরানো রক্তের সাথে জড়িত থাকা বংশের সাথে সাথে তাকে এতো বছর অব্দি বড় করে থাকা পিতা মাতার পরিবারের সদস্যদের সাথে নিজের আত্মীয় পরিজন নিজের জীবনের শিক্ষা গুরুদের শিক্ষা সংস্কারগুলি নিজের ব্যক্তিত্বের মধ্যে সংরক্ষিত করে বাঁচিয়ে রেখে থাকে।কেননা সেই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ প্রথমে নিজের ব্যক্তিরঙ্গের মধ্যে বাস করা মানুষকে ভালো ভাবেই জানে যে সে যখন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে ,কথা বলে থাকে ,নিজের কর্ম করে থাকে,নিজের এক একটি ব্যবহার সমাজের সামনে রেখে থাকে এই সব জিনিসের মধ্যে শুধু ওর ব্যক্তিত্বই থাকে না তখন তার সাথে সাথে এতো বছর ধরে তাকে যারা নিজের জীবনের এতো বছরের শিক্ষা সংস্কার দিয়ে বড় করেছেন তারাও তার সাথেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে বলে।"
Comments