বিদ্যালয়ের জীবন
- manisha chhetri
- Aug 2, 2024
- 1 min read
একটি বাচ্চার জন্য বিদ্যালয়ের জীবন পড়াশোনার সাথে আনন্দ,খেলাধুলা করার প্রতিষ্ঠান।
একটি বাচ্চার জন্য বিদ্যালয়ের জীবন পড়াশোনার সাথে পরিবারের পরে নতুন জ্ঞান নতুন বন্ধু বান্ধবীদের সাথে সময় অতিক্রম করার প্রতিষ্ঠান।
একটি বাচ্চার জন্য বিদ্যালয়ের জীবন পড়াশোনার সাথে কিছু সময় নিজের সাথে অতিক্রম করে আরাম করার প্রতিষ্ঠান।
একটি বাচ্চার জন্য বিদ্যালয়ের জীবন পড়াশোনার সাথে নিজের জীবন ছোট বয়স থেকেই নিজের সময় সারণী গুরুত্বের সাথে রক্ষণাবেক্ষণ করার প্রতিষ্ঠান।
একটি বাচ্চার জন্য বিদ্যালয়ের জীবন পড়াশোনার সাথে নিজের ভবিষ্যৎ একজন উন্নত ডাক্তার, উন্নত ইঞ্জিনিয়ার হিসিবে পরিচিত হওয়ার পর্বের প্রথম প্রতিষ্ঠান।
একটি বাচ্চার জন্য বিদ্যালয়ের জীবন পড়াশোনার সাথে নিজের ভবিষ্যৎ একজন সফল্যতাপ্রাপ্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার না তৈরি করতে পারলেও নিজের পিতা মাতার গর্বিত সন্তানের রূপে পরিচিত হওয়ার প্রতিষ্ঠান।
একটি বাচ্চার জন্য বিদ্যালয়ের জীবন পড়াশোনার সাথে ভবিষ্যতে একজন শিক্ষিত সভ্য সাধারণ নাগরিক হয়ে একদিন নিজের চরিত্র অনুসারে দায়িত্ববান মাতা পিতা রূপে পরিচিত হওয়ার প্রতিষ্ঠান।
“বিদ্যালয়ের জীবন একটি বাচ্চাকে পড়াশোনার সাথে নিজের ভবিষ্যৎ একজন সফল্যতাপ্রাপ্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার না তৈরি করতে পারলেও একদিন একজন সফল্যতাপ্রাপ্ত যোগ্যতাবান নাগরিক রূপে পরিচিত হওয়ার সেই নিয়মনীতি আদর্শের শিক্ষা অবশ্যই দিয়ে থাকে।একটি উন্নত দেশের উন্নত শিক্ষিত নাগরিক তৈরি করার পরিকল্পনা যদি দেশের সরকারের সাথে শিক্ষিত সচেতনশীল সমাজের জনসাধারণ একবার বাস্তবায়ন করার প্রচেষ্টা করে নেয় তাহলে একজন বাচ্চাকে বিদ্যালয়ের শিক্ষার মধ্য দিয়ে বড় করার দায়িত্ব বাচ্চার পিতা মাতার সাথে সাথে এই সমাজের দায়িত্ব হয়ে থাকে তাহলে দেশ আরও বেশি অগ্রগতির পথে এগিয়ে যাবে।”
"শিশু মানেই হচ্ছে শিক্ষা শিক্ষা মানেই হচ্ছে সভ্যতা আর সভ্যতা তক্ষণী উন্নত হবে যখন একজন শিশু বিদ্যালয়ের জীবনে উন্নত শিক্ষায় শিক্ষিত হবে।"
Kommentare