পরিচয়
- manisha chhetri
- Feb 8, 2024
- 1 min read
Updated: Jul 18, 2024
গ্রামবাসীর পরিচয়
“জমি আমার
জন্মভূমি আমার
নিজের দখল
নিজের ফসল “
এই মতবাদ গ্রামে থাকা সব গ্রামবাসী নিজের জন্ম থেকে বয়স্ক হওয়া পর্যন্ত নিজের পরিচয় হিসেবে মেনে চলে সবাই আর এই গ্রামবাসীর পরিচয় কেউ ক্ষুণ্ণ না করে তার জন্য নানা ধরনের আইন কানুন অফিস আদালত অফিসরগুলো কাজে লেগে থাকে এদের এই পরিচয় রক্ষার জন্য।কিন্তু দুঃখের কথা এই যে এত রক্ষাকর্তা, রক্ষণশীল শক্তিধর অফিস, আদালত থাকা সত্ত্বেও এক শ্রেণীর জমির লোভীরা নানা ধরনের বুদ্ধি কাজে লাগিয়ে গ্রামবাসীদের জমিগুলো নিজেরা দখল করে সেখানে নিজেদেরই স্বার্থের ফসল বুনতে শুরু করে দেয়।
আর এই দিকে গ্রামবাসী নিজের বুদ্ধিমতা বা নিজের বুদ্ধিহীনতার জন্য বাধ্য হয়ে জমির লোভীদের ষড়যন্ত্রের মতো। তাদের অবস্থা সামলাতে সামলাতেই নিজের জীবন দুঃখে জমিহীন পরিচয়হীন হয়ে জীবনে বাঁচার জন্য নিজে ও মেনে নেয় আর নিজের সন্তানকে ও মানার শিক্ষা দিয়ে দেয়। এই ভাবে
“জমি আমার
জন্মভূমি আমার
কিন্তু অন্যের দখল
অন্যের ফসল
কেটেই তাদের জীবন।
এই চক্রান্ত তারা বাধ্য হয়ে মেনে নেয়।
“আজকের বর্তমান যুগের দিনেও কী এত বড় দেশের নাগরিক হয়েও গ্রামবাসীকে নিজের পরিচয়,নিজের জমি, নিজের জন্মভূমি, নিজের দখল, নিজের ফসল নিজের করার জন্য নানা জমির লোভীদের ষড়যন্ত্র ভেঙে কী ভাবে নিজের পরিচয় নিজের সন্তানের জন্য পরিচয় খুঁজে পাওয়া যায় তার স্বপ্ন দেখেই বাঁচতে হয়।”
Comentarios