পিতার মর্যাদা থেকেও পার্টির স্থান বড়
- manisha chhetri
- Aug 12, 2021
- 1 min read
Updated: Jul 18, 2024

ছোট বেলা থেকে শুরু করে আজ পর্যন্ত যত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করার জন্য গিয়েছি সেই সব স্থানে আমার পিতার নামের সঙ্গে আমাকে জড়িত করেই সেই সব স্থানে শিক্ষা শুরু করার আনুমতি দেওয়া হয়েছে মর্যাদাপূর্ণ ভাবে।
কিন্তু যখন আমি আমার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতি আবেদনপত্র নিয়ে সাহায্যের জন্য সরকারি ন্যায় কর্ম –প্রতিষ্ঠান গুলিতে গিয়েছিলাম সেখানে আর এক নতুন শিক্ষা সম্বন্ধে জানলাম যে এই সব কার্যালয় গুলিতে আপনার সঙ্গে আপনার পিতার নাম শুধু জড়িত হলেই হবে না পিতার নামের সঙ্গে পার্টির নাম ও জড়িত হতে হবে। যাতে আপনার সাহায্য করার জন্য সেই সব সরকারি কর্ম –প্রতিষ্ঠান গুলির সরকারি কর্ম-চারিদের কাজ করার বা না করার আনুমতি প্রদান করবে।
যদি আপনার পিতা কোনো পার্টির সঙ্গে জড়িত না হন তা হলে জেনে রাখবেন আপনার ন্যায়
পাওয়ার কোনো অধিকার নেই এই স্থানে। যদি আপনি এক জন পিতা হয়ে ভাবতেছেন যে আপনি সাধারণ ভাবে আপনার মতো কাজ-কর্ম করে নিজের ও নিজের পরিবার ,সন্তানের রক্ষা করবেন তা হলে এইটা আপনার ভুল ধারণা।
কারন আমি নিজের অবস্থা ও আমার পিতার অসহায়তা দেখেই বলতেছি যে এই স্থানে পিতার মর্যাদা থেকেও পার্টির স্থান বড়।
“পাঠ্য –পুস্তকে বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে এই জগৎতে বিলুপ্ত হওয়া জীবিত প্রাণীদের প্রতিরক্ষা করে ওদের অস্তিত্ব সংরক্ষণ করে রাখতে বলেছেন শুধু। হয়তো ওরা জানেন না যে এই জগৎতে কয়েকটি প্রাণী শুধু বিলুপ্ত হওয়ার পর্যায়ে আছে তা নয় এই জগৎতে পিতার স্থান ,পিতার মর্যাদা স্থান ও বিলুপ্ত হওয়ার পর্যায়ে।এই জগৎতে পিতার স্থান,পিতার মর্যাদা রক্ষা করার জন্য কি কেউ কোনো ব্যবস্থা পরিকল্পনা করবে না।বা পিতার স্থান কি সেই বিলুপ্ত হওয়া প্রাণীদের চেয়েও ছোট যে কেউ পিতার মর্যাদা হরণ হয়ে যাওয়ার ও তার রক্ষা করার সতর্ক পর্যন্ত বর্তমান জগৎতের মানুষকে জানাবে না।“
コメント