নতুন বছর
- manisha chhetri
- Dec 31, 2022
- 1 min read
Updated: Jul 18, 2024

নতুন বছর আসতেছে আসতেছে নতুন সময়।
সময়ের সাথে নিয়ে আসতেছে আমাদের জিবনে নতুন নতুন ইচ্ছা, স্বপ্ন দায়িত্ব গুলোর পাহাড়।
এই ইচ্ছা,স্বপ্ন,দায়িত্ব পূরণ করতে করতেই চলে যাবে আবার এই নতুন বছরের দিনগুলোও।
এই নতুন বছরে চলে আসা ইচ্ছা,স্বপ্ন,দায়িত্ব গুলো পূরণ হওয়ার সময়ের মধ্যে যে প্রচেষ্টা করে যে খুশি অনুভব করি সে জিনিসটার জন্য যে সময়,দিন,বছর কেটে যায় তার জন্য খুশি অনুভব করব নাকি এই নতুন,পুরনো বছরের মধ্যে নিজেকে যে ভাবে বয়স্ক সময় সিমার মধ্যে হারিয়ে ভুলে যায় তার উপর নজর রাখবো। এই চিন্তাধারাতেই চলে যায় এই নতুন বছরের দিনের সময় গুলোও কিন্তু চিন্তাধারা করলেই কী এই চলে থাকার সময় সিমাকে আটকানো যায়।
''নতুন বছর আসতেছে এই খুশির খবরের সাথে সাথে নিজেকে বয়স্ক হওয়ার মানসিকতাবোধ কী সবার মধ্যেই থাকে।এই মানসিকতাবোধ আসলেই শুধু হবে না দেখতে দেখতে যে সময় চলে যায় সেই সময়কে ভালো কাজে লাগিয়ে নিজেকে সুনিদিষ্ট ভবিষৎতের জন্য ভালো ভাবে গড়ে তুলুন।তাহলেই নতুন বছরের আসল খুশি আপনি অনুভব করতে পারবেন ভালোভাবে।''
Comentários