নারীর আসল অবস্থা
- manisha chhetri
- Aug 8, 2024
- 2 min read
একজন নারী হয়ে জন্ম নেওয়া পাপ ।
একজন নারীর স্থির কোনো জাতি,ধর্ম থাকে না।
একজন নারীর স্থির কোনো স্থান,পরিচয় থাকে না।
একজন নারীর স্থির কোনো সম্মান,সুরক্ষা থাকে না।
একজন নারীর স্থির কোনো শারীরিক গঠন,মানসিক স্থিতি থাকে না।
একজন নারী নিজের জীবনের উপর নির্ণয় করতে পারে তার স্থির কোনো অধিকার থাকে না।
একজন নারীর অবস্থা যে কোনো ক্ষেত্রতে যে কোনো পদে যত ছোট বা যত বড়োই থাকুক না কেন একনা একদিন তাকে নারী হওয়ার দুর্ভাগ্যের অনুভব করানোর ব্যক্তিদের সামনাসামনি হয়ে নিজের অস্তিত্ব,অবস্থা সম্বন্ধে দশ ধরনের কৈফত আর নিজের সংঘর্ষের বিস্তারিত কাহিনীর মাধ্যমে নিজের চরিত্রের প্রমাণ দিতে হয় এই হৃদয়হীন বিশ্বসমাজে।
একজন নারী যখন ছোট বয়সের থাকে তখন থেকেই তার চারিপাশের সামাজিক পরিমণ্ডল একজন নারীর আসল অবস্থা এই ধরনের হওয়া উচিৎ বলে তাদের বক্তব্য অনুযায়ী বিশ্বসমাজের মধ্যে নারীর স্থান তৈরি করে সীমিত ভাবে রাখা হয়।আর যদি কোনো নারী এই পুরুষশাসিত হৃদয়হীন সমাজের সাথে লড়াই করে নিজের পরিচয় মাথা উঁচু করে রাখার চেষ্টা করে থাকে নিজের মধ্যে থাকা বল,বুদ্ধি,শিক্ষা,সাহস আর আত্মনির্ভরশীল মনোভাবের আত্মবল দিয়ে তাহলে তখন অবস্থা আমাদের প্রতিবেশী দেশের নারী প্রধানমন্ত্রীর মতন হয়ে থাকে।
একজন নারী হওয়ার দুর্ভাগ্যের উদাহরণ আজকে আমরা আমাদের প্রতিবেশী দেশের শক্তিশালী প্রধানমন্ত্রীর অবস্থা দেখেই বুঝতে পারি।তাহলে ভাবুন একজন সাধারণ নারী হয়ে আপনার অবস্থা কোণ স্থানের মধ্যে সীমিত আছে বিশ্বের এই সমাজ ব্যবস্থাতে।একজন নারী হয়ে এই পৃথিবীতে জন্ম নেওয়ার দুর্ভাগ্যের এই আসল অবস্থাতো আজকের বর্তমান দিনের।তাহলে অনুমান করুণ অতীতে নারীর আসল অবস্থা তাদের উপর এই বিশ্বসমাজের দৃষ্টিভঙ্গি নারীকে কোন স্থানে রাখার মধ্যে সীমাবদ্ধ ছিল।
“পরিবর্তিত হওয়া সময়ের সাথে বিশ্বের সমাজব্যবস্থার আইনে নারীর আসল অবস্থার সাথে তাদের স্থান নারী পুরুষ সমান চিন্তাধারার মধ্যে পরিবর্তিত হয়েছে।যদি কোনো কারণে কোনো নারীর সুরক্ষা সম্মান উল্লঙ্ঘন করা হয় তাহলে আইনগত কঠোর শাস্তির পরিণাম তাকে ভোগ করতে হবে এই শ্লোগান বিশ্বজুড়ে বর্তমান দিনে ধ্বনিত হয়েছে।আর আজকে সেই প্রতিধ্বনি আমাদের প্রতিবেশী দেশের নারী প্রধানমন্ত্রীর অবস্থা দেখে ভালো ভাবেই বোঝা যাচ্ছে যে, এই প্রতিধ্বনি বিশ্বজুড়ে শুধু গানের মতন শুনে থাকার মধ্যেই সীমাবদ্ধ হয়েছে,কঠোর ভাবে কার্যকরী হওয়ার জন্য নয় বলে।”
Comments