নিজেকে কৈফিয়ত দেওয়া
- manisha chhetri
- Aug 11, 2021
- 1 min read
Updated: Jul 18, 2024

হয়তো আজকে ভেঙেছি আমি, কিন্তু কালকে ওদের ভাঙতে হবেই।
হয়তো আজকে হাঁসতে ভুলেগেছি আমি, কিন্তু কালকে ওদের কাঁদতে হবেই।
হয়তো আজকে আমার সময়ই খারাপ, কিন্তু ওদেরও একদিন সময় খারাপ হবেই।
হয়তো আজকে আমি আমার ভাগ্যকে কোশতেছি, কিন্তু একদিন আসবে যেদিন
ওরাও ওদের ভাগ্যকে কোশবে।
হয়তো আজকে আমি এই ক্রিয়াচক্রে নিজেকে বদলাতে বাধ্য হয়েছি, কিন্তু এই
ক্রিয়াচক্র ওদেরকেও একদিন বদলে জেতে বাধ্য করবেই।
হয়তো আজকে আমার পরিবার আর আমার সাথে ভগবানের আশীর্বাদ শুধু আমাদের সাথে,
কিন্তু একদিন আসবে যেদিন ওরাও বুঝবে ওদের টাঁকা, সত্ত্বার চেয়েও ভগবানের অস্তিত্ব সব
চেয়ে বড় যার আশ্রয়ে কাউকে অসহায় ভাবে রাখা যায় না।
“হয়তো আজকেউ না”
“হয়তো কালকেউ না”
“কিন্তু আর কত দিন”,
যে আমি শুধু নিজেকেই কৈফিয়ত দিব”,
হয়তোএকদিন আসবে যে ওরাও এই সমাজব্যবস্থা আর আমার পরিবার কে আসল কৈফিয়ত দিবে।"
Comments