দুর্ভাগ্য
- manisha chhetri
- May 21, 2024
- 1 min read
Updated: May 27, 2024
মানুষের জীবনের দুর্ভাগ্য হল এই যে সে তার চলে যাওয়া সময়কে আটকিয়ে রাখতে পারে না।এই সময়ের মধ্যে কখনো থাকে নিজেকে ভালোবেসে থাকা প্রিয়জনদের সাথে সুখের দুঃখের সময়ে উপস্থিত থেকে সময় অতিক্রম করা।কখনো থাকে নিজেকে নিজের পরিবারকে ভালো জায়গায় উন্নত স্থানে উন্নত না করতে পারার কষ্ট।কখনো থাকে একটি সুপরিকল্পিত ভবিষ্যতের স্বপ্ন জীবনের লক্ষ্য হিসেবে নির্ধারিত করার পর সেই স্বপ্নের পূরণ হওয়ার পেছনে নিজের জীবনের কয়েক বছরের মূল্যবান সময়,পরিবার,আত্মীয় পরিজনদের দিয়ে থাকা স্নেহ মায়া যা নিজের স্বপ্নের পূরণ হওয়ার পেছনে দৌড়াতে দৌড়াতেই ভুলে যেতে হল আর কখনো থাকে জীবনের এক একটা মুহূর্তগুলো যেখানে আপনি আপনার প্রিয়জনদের উপস্থিতির আশায় থাকেন বা সেই প্রিয়জনরাও আপনার উপস্থিতির আশায় থাকে কিন্তু সময়ের দুর্ভাগ্য থাকে যে সেই মুহূর্ত মনের আশার মধ্যেই সীমিত হয়ে থেকে যায়।
মানুষ সময়ের এই ছোট ছোট মুহূর্তের জন্য নিজেকে দুর্ভাগ্যের দোষী ভাবে কিন্তু আসলে আসল দুর্ভাগ্যতো আছে আমাদের চারিপাশে ছড়িয়ে থাকা এই প্রকৃতির যে সব সময় এই প্রতীক্ষায় বসে থাকে যে তার সাথে সময় অতিক্রম করার জন্য কেউ না কেউ আসবে এই বলে যে তাকে নিজের ভেবে তাকেও ওদের সংসারের সদস্য হিসেবেই সযত্ন করে রাখবে।আর কেউ যদি এই চিন্তাভাবনা নিয়ে এসেও থাকে প্রকৃতিকে নিজের নিজের সংসার ,নিজের অস্তিত্ব রক্ষার জগৎ হিসেবে চিহ্নিত করে আপন করার জন্য সেই সদস্যরা হল বন্যপ্রাণী যারা প্রকৃতির এক একটি সুন্দর্য্য স্নেহভরা গুনের আশীর্বাদের সাহায্যে বেঁচে থাকে।কিন্তু প্রকৃতির দুর্ভাগ্য তারাও এখন বিলুপ্তের পর্যায়ে।তবুও প্রকৃতি নিজের মনে আশার প্রদীপ জ্বালিয়ে এই সময়ে সময়ে পরিবর্তিত হওয়া আবহাওয়ার সাথে নিজের সুন্দর্য্যকে রক্ষা করে এই প্রতীক্ষায় বসে থাকে যে তাকে কেউ না কেউ আপন পরিবারের সদস্য মতন ভেবে এই রূপের সযত্নের মাধ্যমে তার সাথেও কয়েক মুহূর্ত কাটাবে। তার জন্যই হয়তো প্রকৃতির এক একটি জায়গায় এক একটি দৃশ্য এমন ভাবে গড়ে তৈরি হয়ে থাকে যে তার সুন্দর্য্যের সাথে কোনো তুলনাই করা যায় না।কিন্তু প্রকৃতির দুর্ভাগ্য হল এই যে,কেউ মানুষ তার মহত্ত্ব বুঝতেই পারে না আর কেউ সভ্য মানুষ বোঝার মতন ভ্রান করে কিন্তু সেখানে গিয়েও সেই প্রকৃতিক পরিবেশের সুন্দর্য্যকে মহত্ত্ব দেওয়ার চেয়ে বেশি নিজের সুন্দর্য্যচর্চার দিকেই এক একটি স্বার্থপর ব্যবস্থাগুলিকে মহত্ত্ব দিয়ে নিজেদের স্বার্থ পূরণ করে থাকে।আর স্বার্থ ছাড়া কোনো মানুষ যদি প্রকৃতির কাছে এসেও থাকে তাহলে সে এই খামখেয়ালি জিবনে হার মেনে যাওয়ার পরেই আসে সে আর কী এই প্রকৃতি মায়ের হারিয়ে যাওয়া সুন্দর্য্যকে আপন করে সযত্নে রক্ষা করে রাখবে।
"মানুষের দুর্ভাগ্য হল এই যে সে জীবনভর চেষ্টা করেও সে কাঊকে আপন করতেই পারলো না।আর প্রকৃতির দুর্ভাগ্য হল এই যে সে জীবনভর চেষ্টা করেও কারও হতেই পারলো না।"
Comments