দুর্গা
- manisha chhetri
- Oct 11, 2024
- 1 min read
আমাদের দেশে বছরের কিছু সুবর্ণদিনগুলি এমনও আছে যেখানে নারীরা দেবী মা দুর্গার রূপে পূজিত হন।তা না হলে বছরের অন্য দিনগুলিতো এই দেশে নারী জাতির শোষণের জন্য এমন ভাবে প্রস্তুত করা হয়ে থাকে।যেখানে একবারের জন্য সমগ্র নারী জাতি দেবী মা দুর্গাকে প্রশ্ন করে থাকেন যে, নারী জাতির সম্মান কী শুধুমাত্র ভগবানের রূপে মাটির মূর্তির প্রতিমার পূজার সময় শুধু করা হয়ে থাকে।বা জীবিত নারী জাতির প্রতিও একদিন এমন হবে।
"হিন্দুস্তানের হিন্দু নারী জাতির ভাগ্য ভালো যে বছরের কয়েকটি সুবর্ণদিনের জন্য হলেও ভগবান মা দুর্গার রূপে নারী জাতির এখনও সম্মান দিয়ে নারীর পূজা করে আছে ভারতবাসী।তার জন্য হয়তো দেশের কোনো কোনো ক্ষেত্রে নারীর সম্মান এখনও উচ্চ পদে সম্মানের সাথে সুরক্ষিত আছে।তা না হলে ভগবানের রূপে দেবী মা দুর্গার পূজা করার দেশের নারীর জাতির এই শোষিত অবস্থা হতে পারে, তাহলে ভারতের বাইরে অন্যান্য দেশের,অন্যান্য ধর্মের নারীদের অবস্থা কল্পনা করুন কী হতে পারে।যেখানে দেবী রূপে মা দুর্গার নারী অবতারের পূজা হয় না।"
Комментарии