দীপাবলির উজ্জ্বল আলো
- manisha chhetri
- Oct 31, 2024
- 1 min read

শুভ দীপাবলির উজ্জ্বল প্রদীপের আলো চারিপাশে জ্বালিয়ে মানুষ নিজের জীবনের খুশি প্রকাশ করে থাকে।কেননা তাঁদের জীবনে চারিপাশে ঢেকে থাকা অন্ধকারের কালো মেঘ একদিনের জন্য হলেও সরিয়ে থাকে বলে।
শুভ দীপাবলির উজ্জ্বল প্রদীপের আলোর প্রভাব মানুষ নিজের জীবনের সাথে তার চারিপাশে বসবাস করে থাকা প্রত্যেক মানুষের জীবনের মধ্যে বিতরণ করতে চায়।কেননা উজ্জ্বল প্রদীপের আলোর প্রভাব তার সাথে তার চারিপাশে বসবাস করে থাকা মানুষরা তাঁদের অন্ধ্যকারময় মেঘের জীবন থেকে মুক্তি পেতে পারে বলে।
বছরের এক দিনের শুভ দীপাবলির উজ্জ্বল আলোর প্রদীপের প্রকাশের প্রভাব এই সংসারের চারিপাশের অন্ধ্যকারময় পরিবেশের মেঘ উজ্জ্বল করে দিতে পারে।তাহলে আমাদের সচেতনশীল,সরল সাধারণ, ধার্মিক, মানবতাবাদী সামান্তরালতার চিন্তাধারার উজ্জ্বল আলো যদি আমরা সবাই একতার বন্ধ্যনে একমত হয়ে নিজের মনের ভিতরে জ্বালিয়ে থাকি তাহলে আমাদের মানব সমাজ সত্যিকারেই শুধু মাত্র বছরের একদিনের শুভ দীপাবলির জন্য না বছরের প্রত্যেক দিনের জন্য শুভ দীপাবলির উজ্জ্বল আলোর প্রদীপের মতন প্রকাশিত হয়ে উজ্জ্বল হয়ে যাবে।
"দীপাবলির উজ্জ্বল আলোর একটি ছোট প্রদীপ এই সমাজে বসবাস করে থাকা চারিপাশের অন্ধ্যকারময় জীবন উজ্জ্বল করে দিতে পারে।তাহলে এই সমাজে বসবাস করে থাকা মানুষের জীবনের মনের মধ্যে যদি সেই উজ্জ্বল প্রদীপের আলো আজীবন জ্বলে থাকে তাহলে এই অন্ধ্যকারময় সমাজের সাথে সম্পূর্ণ মানব সম্প্রদায়ের জীবন প্রত্যেক দিনের জন্য শুভ দীপাবলির উজ্জ্বল আলোর আনন্দে, সুন্দরময় হয়ে উজ্জ্বলিত ভাবে প্রকাশিত হয়ে যাবে চিরন্তকালের জন্য।"
Comments