তালাচাবি
- manisha chhetri
- Dec 2, 2024
- 1 min read

একটি বাড়িকে একটি ছোট তালাচাবি সুরক্ষা করে রাখতে পারে ভালোভাবে।
একটি বড় টাঁকার লকারকে ছোট তালাচাবি সুরক্ষা করে রাখতে পারে ভালো ভাবে।
এই পৃথিবীর গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রগুলির স্থানের যত্নশীল নথিপত্রের সুরক্ষার দায়িত্বের ভার ও এই ছোট তালাচাবি নিয়ে থাকে ভালোভাবে।এইভাবেই একটি পরিবার একসাথে মিলেমিশে এক জায়গায় খুশির আনন্দের সাথে সুরক্ষিত রাখতে পারে পরিবারের সদস্যদের মধ্যে থাকা প্রেম ভালোবাসা ও বিশ্বাসের সম্বন্ধ এই সম্বন্ধের সুরক্ষায় একটি পরিবার একসাথে মিলেমিশে সুরক্ষিত ভাবে বেঁচে থাকে আজীবনকাল অব্দি।
"একটি ছোট তালাচাবির যে কৃতিত্ব আছে একটি বাড়ির সুরক্ষা থেকে শুরু করে পৃথিবীর গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রগুলির স্থানের যত্নশীল নথিপত্রের সুরক্ষার দায়িত্বের ভার গ্রহণ করার ক্ষেত্রে সেই কৃতিত্ব পরিবারের সদস্যদের মধ্যেও থাকতে হয়।নাহলে ছোট তালাচাবি যদি তার সুরক্ষা কর্মের ক্ষেত্রে খারাপ হয়ে যায় তাহলে সেই বাড়ির সব সামান চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।সেভাবেই পরিবারের মধ্যে বিশ্বাস,প্রেম খারাপ ভাবে ভেঙে পড়ে তাহলে সেই পরিবারকে চুরি হয়ে লুটে যেতে সময় লাগে না। তালাচাবির সুরক্ষা ব্যবস্থার অক্ষমতার ফলে চুরি হয়ে যাওয়ার বাড়ির সামানপত্র আবার নতুন ভাবে সহজেই ফেরত পাওয়া যায়।কিন্তু বিশ্বাস,প্রেম ভালোবাসার সম্বন্ধ খারাপ ভাবে ভেঙে যাওয়ার ফলে একবার ছুটে যাওয়া পরিবারের সদস্য আবার ফেরত পাওয়া তো দূরের কথা তাদের অস্তিত্ব অব্দি পরিবারের সদস্যদের মধ্য থেকে ভুলে যেতে হয়।
Comments