জীবনের সমুদ্র
- manisha chhetri
- Jun 6, 2024
- 1 min read
জীবনের সমুদ্র সাফল্যতা পূর্ণ ভাবে যদি পার করার স্বপ্ন থাকে তাহলে এমন সহকর্মীর সাথে জাহাজে উঠতে হবে যে আপনাকে ওই যাত্রার সময় খুশি আনন্দের সাথে উন্নত বর্তমানের সাথে ভবিষ্যতের নতুন জগতের পথের দিশা দেখাতে পারে।যদি আপনার সাথে জাহাজে উঠে থাকা সহকর্মী এই সংসারের মায়াজ্বালের অন্ধকারে বিশৃঙ্খল ভাবে ডুবে থাকে তাহলে ওই সহকর্মী আপনার জীবনের সমুদ্র সাফল্যতা পূর্ণ ভাবে বর্তমানে থেকে ভবিষ্যতে পার করানোর তো দূরের কথা ও আপনাকে জীবনের সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে এমন ভাবে ডুবিয়ে রাখবে।সেই সময় সেই স্থান থেকে বের হওয়া আপনার কাছে জীবনের কঠিন ঝুঁকির শুধু ব্যাপার নয় নিজের জীবনের উপর চলে আসা ভয়ঙ্কর প্রলয়ের কারণ মনে হতে পারে।
“জীবনের সমুদ্র পার করার জন্য শুধু খুশি আর আনন্দের দরকার হয় না তার সাথে সাহসের ও দরকার হয়।আর এই সব জিনিস থেকেও দূরে এক নতুন ভাবে যদি জীবনের সমুদ্র পার করার স্বপ্ন থাকে তাহলে একান্ততা আর ভগবানের সঙ্গে শান্তির সাথে জীবন অতিক্রম করে বেঁচে থাকার রাস্তা তো সব সময় সবার জন্য খোলায় থাকে।"
תגובות