top of page
Search

জাতীয় পাতাকা

Updated: Jan 25

একদিক থেকে দেখতে গেলে ২১ শতাব্দীর উন্নতির পথে পরিবর্তিত হওয়া ভারতবর্ষে বসবাস করি আমরা ভারতবাসি।যেখানে উচ্চু থেকেও উচ্চু আকাশ ছোঁওয়া কংক্রিটের ভবনের সাথে কয়েক ধরণের উন্নত প্রযুক্তিকরণ,রাস্তাঘাট,উন্নত যানবাহনের সুখ সুবিধার মধ্যে একশ্রেণী ধনী সম্প্রদায়ের ভারতবাসী নিজেদের সুখ সুবিধা উপভোগ করে নিজেদেরকে উন্নত ভারতবর্ষের গর্বিত ভারতবাসী বলে মাথা উঁচু করে নিজেদের জীবনসারণী নতুন ভাবে গড়ে তুলেছেন।

কিন্তু ভারতবর্ষের একশ্রেণী ধনী সম্প্রদায়ের জীবনসারণীর মধ্যে কী কোনোদিন মানবিক মানসিকতাবাদও উন্নত ভারতবর্ষের মূল প্রাণশক্তি বলে অংশীভূত হতে পারে তাঁদের জীবনে নাকি ২১ শতাব্দীর উন্নত ভারতবর্ষের উন্নত ধনী সম্প্রদায়ের জীবনসারণী ব্রিটিশ আমলের ব্রিটিশদের জীবনসারণী থেকেও নিচু দৃষ্টিপাতের কল্পনা থেকে প্রস্তুত যেখানে ভারতবর্ষের নিম্ন সম্প্রদায়ের ভারতবর্ষের মহিলারা ধনী সম্প্রদায়ের পায়ের নীচেই নিজের সংসারের উজ্জ্বল জীবনসারণীর সাংসার দেখে থাকেন।আর কয়েক সংখ্যক ভারতবাসী নিজের সংসার রাস্তাঘাতের পাশে ধনী সম্প্রদায়ের কাছে ভিক্ষা চেয়েই নিজের উজ্জ্বল সংসারের প্রদীপ জ্বালিয়ে থাকেন নিজেদের জীবনে।


২১ শতাব্দী আসুক বা ২২ শতাব্দী আসুক ভারতবর্ষের মাটিতে পরিবর্তনের হেরফের শুধুমাত্র কিছু সংখ্যক ইট,কিছু চকচকানো সম্মানের পুরুস্কার,মেডেল,কাচ,টাঁকার নোটের সংখ্যা আর বিভিন্ন ধরণের গাড়ির চাকা,রাস্তাঘাটের সাথে কাপড়ের পরিকল্পনাগুলির মধ্যেই শুধু সীমাবদ্ধ হয়ে আছে বর্তমান দিনের ২১ শতাব্দীর ভারতবর্ষের পরিবর্তন।একদিক থেকেতো স্বাধীন ভারতবর্ষের একশ্রেণীর মন  পরাধীন ব্রিটিশ আমলের ১৯ শতাব্দীর ব্রিটিশদের বিচারের প্রেক্ষাপট অনুযায়ী সীমাবদ্ধ হয়ে আছে।একশ্রেণী শাসন করার জন্য প্রস্তুত আর এক শ্রেণী শোষণ সহন করার জন্য প্রস্তুত।          

                                                                                                                  

"পরিবর্তিত হওয়া হিন্দুস্তানের জাতীয় পাতাকা,জাতীয় দেশভক্তির সংগীত হিন্দুস্তানের বায়ুর মধ্যে বয়ে যাওয়ার চেয়ে ভালো হিন্দুস্তানের বাসিন্দাদের মনের মধ্যে যদি বসে থাকে তাহলে হয়তো আগামি শতাব্দীতে হিন্দুস্তান সত্যিকারেই মানবতাবাদ চিন্তাধারার দিক থেকে ও অর্থনৈতিক,সামাজিক,দিকের সাথে সাথে দেশভক্তির চিন্তাধারার দিক থেকেও উন্নত পদোন্নতিশীল ভারত রূপে এগিয়ে যাবে।ভারতবর্ষের মাটিতে উন্নতির পরিবর্তন মানে এই নয় যে শুধুমাত্র দেশের রূপের পরিবর্তন তার সাথে ভারতবর্ষের নাগরিকদের মানবতাবাদ মানসিক চিন্তাধারার পরিবর্তন হল উন্নতশীল ভারতের সঠিক দিশার পথের দিক ধরে সঠিক লক্ষ্যে পৌঁছানোর পরিবর্তন।"     

 
 
 

Comments


আধুনিক   সাহিত্য

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Facebook
  • Facebook

©2020 by moner kichu kptha. Proudly created with Wix.com

bottom of page