top of page
Search

খারাপ অভ্যাস

Updated: May 31, 2024


এই জগতের মানুষের মধ্যে ছোট আর বড় কয়েক প্রকারের খারাপ অভ্যাস থাকে এই কথা আমি ছোট বেলা থেকেই ভালো ভাবে জানতাম।আর যখনও নিজেকে ভুল  প্রমাণিত  করার জন্য চারিপাশের লোকজনকে দেখার চেষ্টা করতাম তখন ওরা আমাকে বিশ্বাস করতে বাধ্যকরে দিতো যে কয়েক ধরনের খারাপ অভ্যাস দিয়ে তৈরি এই মানুষ যতই চেষ্টা করলেও তারা তাদের এই  খারাপ অভ্যাসের জ্বালে এসেই পড়ে।এই কারণে  আমি চিন্তাধারা করলাম যে নিজেকে একলা রেখে এই জগতের মধ্যে ছড়িয়ে থাকা খারাপ অভ্যাস থেকে স্বাধীন হওয়া  যায় বলে।আর এইভাবেই  কয়েক বছর চলে  গেলো আর  চলতে চলতে একদিন দূরে পৌঁছানোর পর হঠাৎ একদিন বাড়ি ফিরে যাওয়ার পথে পিছনে 

তাকিয়ে দেখলাম তো দেখা গেলো যে আমি বেশ দূরে চলে এসেছি নিজের বাড়ি থেকে।তখন আমি আবার নিজের বাড়ি ফেরার জন্য প্রস্তুত হয়ে গেলাম,ওই সময় বাড়ি ফেরার পথে আমি জানতে পারলাম যে এতো বছর ধরে একলা থাকতে থাকতে আমার মধ্যেও তোএই একলা থাকার খারাপ অভ্যাস এসে গেছে।এই জগতের  সব ধরনের  খারাপ অভ্যাস  থেকে আমি মুক্ত স্বাধীন বলে এতো বছর ধরে ভুল চিন্তাধারার সাথে একলা থাকার  আনন্দে ছিলাম কখন সেই আনন্দই খারাপ আভ্যাসে পরিণত হয়ে গেলো আমার মধ্যে আমি  জানতেই পারলাম না।এতো বছর পরে যখন আমি এই খারাপ অভ্যাসের সাথে বাড়ি ফিরে যাচ্ছি তাহলে এখন কী আমার বাড়ির পরিবারের সদস্যরা আমাকে আমার এই খারাপ অভ্যাসের সাথে সামঞ্জস্য করবে,নাকি আমার মতনই চিন্তাধারা করে আমার এইখারাপ অভ্যাসের জন্য আমাকে একলা ছেড়ে দূরে চলে যাবে তারা।   

 

 

“মানুষের মধ্যে ছোট বড় খারাপ অভ্যাস চাইলেও আসে আর না চাইলেও এসেই থাকে।এই খারাপ অভ্যাসের প্রভাবের উপর সময় নষ্ট করার চেয়ে ভালো হল মানুষের মধ্যে যে কোনো ধরনের অভ্যাস আছে তার সাথে সামঞ্জস্য রেখে তাদের সাথে জীবনে এগিয়ে চলা।"         

 

    

 

 
 
 

Comments


আধুনিক   সাহিত্য

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Facebook
  • Facebook

©2020 by moner kichu kptha. Proudly created with Wix.com

bottom of page