আত্মীয়
- manisha chhetri
- May 14, 2024
- 1 min read
আমরা সব সময় এই আশার সাথে প্রতীক্ষা করি যে আমাদের সুখের সময় বা দুঃখের সময়ে আমাদের আত্মীয় পরিজনরা আমাদের সাথেই থাকবে আর যদি ওই সময় উনাদের উপস্থিতি আমরা না পেয়ে থাকি তাহলে আমরা নিজেকে একলা অনুভূতি করে কষ্টের মধ্যে ঢেলে রাখি।আর এই চিন্তাধারা করতে শুরু করি যে হয়তো আমাদের এই সংসারে কেউ নেই যারা আমাদের দুঃখের দিনগুলোতে সাহসের সাথে আমাদের পাশে দাঁড়িয়ে থাকবে।এই চিন্তাধারার ফলে আমরা আমাদের আসল আত্মিয়ের কথাতো ভুলেই যায় আমাদের ভগবান,আমাদের আশেপাশের প্রকৃতি পরিবেশ হল আমাদের আসল আত্মীয় যারা কোনো না কোনো কারণে আমাদের সাথেই জুড়ে থাকতে চায় কখনো সবুজের পাতা ভরা স্নেহের মাধ্যমে মায়ের মতন আমাদেরকে কোলে করে নিয়ে থাকেন,কখনো শীতের দিনে ঠাণ্ডা শীত হয়ে আমাদের সাথে জুড়ে থাকেন,আর কখনো বর্ষার দিনে বৃষ্টির রূপে আমাদের পাশে থাকার চেষ্টা করে থাকেন,কখনো নদীর জলের রূপে বয়ে থাকেন,কখনো পাখীর ভেসে আমাদের চারিপাশে উড়ে ঘুরতেই থাকেন,কখনো রাত্রের অন্ধকারের চন্দ্র –তারার রূপ নিয়ে আমাদের অন্ধকার জীবনটিও উজ্জ্বল করার চেষ্টা করে থাকেন,আর এই অন্ধকার বিশ্বতে সকালের সূর্যের কিরণের সাথে আমাদের জিবনেও নিয়ে আসেন সেই আশার প্রদীপ যে আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন যে আমরা আমাদের জিবনের একটি সুনিদিষ্ট লক্ষ্য নির্ধারণ করে নিজের অস্তিত্ব এই বিশ্বতে কী ভাবে উজ্জ্বল করে বেঁচে থাকতে পারি বলে।যদি আমরা আমাদের চারিপাশে থাকা ভগবানের আশীর্বাদ আর এই প্রকৃতির পরিবেশকে নিজের আসল আত্মীয় রূপে সময়েই জেনে রাখি তাহলে আমরা এই বিশ্বের খামখেয়ালী জিবনের রহস্যকে সহজেই বুঝতে পারবো জিবনের সুন্দর অভিজ্ঞতার মাধ্যমে।আর তখনই আমরা আমাদের জিবনের আসল মহত্ত্বটা সহজেই বুঝতে পারবো।
“আমাদের আত্মীয় হয়তো আমাদের পরিবর্তিত হওয়া সময়,পরিস্থিতি,ব্যবহার দেখে আমাদের সাথে জুড়ে থাকেন।কিন্তু আমাদের ভগবান,আমাদের প্রকৃতিক পরিবেশ আমাদের নিঃস্বার্থ ভালোবাসা হোক বা না হোক তবুও আমাদের সাথে সব সময় জিবনের শুরু থেকে মৃত্যু অব্দি আমাদের সাথেই জুড়ে থাকেন আমাদেরকে কখনো একলা হওয়ার অনুভূতি হতেই দেন না।“
Comments