অস্তিত্ব
- manisha chhetri
- May 28, 2024
- 1 min read
এই পৃথিবীর মধ্যে প্রকৃতিক পরিবেশের প্রাণীসম্প্রদায়ের অস্তিত্ব কয়েক দশক ধরে বিলুপ্ত হয়ে যাচ্ছে বড় বড় বুদ্ধিমানি জ্ঞানী বিজ্ঞানীগণ এই প্রকৃতির অস্তিত্বের বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাতিদের উপর চিন্তা করে কয়েক ধরনের গবেষণাগত সংরক্ষণের প্রচেষ্টা,শক্তিশালী আইন সংবিধানের নিয়মাবলী,প্রকৃতিগত সচেতনশীল চিন্তাধারার প্রসার করেই যাচ্ছেন যাতে বর্তমান থেকেই ভবিষ্যতের জন্য প্রকৃতির এই কয়েকটি বেঁচে থাকা প্রাণীগুলোকে সুরক্ষিত ভাবে সংরক্ষণ করা যায় বলে।কিন্তু একি ধরনের সমস্যা বর্তমানদিনে এখন মানবসম্প্রদায়ের মধ্যে ও দেখা যাচ্ছে এখনকার দিনে যেভাবে বুদ্ধিমানি জ্ঞানী বিজ্ঞানীগণ মানবসম্প্রদায়ের পরিবর্তে রোবট প্রয়োজনীয়তার সাথে ভালোবাসার সম্বন্ধ বাড়িয়ে দিচ্ছেন বর্তমানদিনের এই আধুনিক সভ্যতার সমাজের মধ্যে তাহলে কী ভবিষ্যতে মানবসম্প্রদায়ের অস্তিত্ব সংরক্ষণের জন্য ও কী বুদ্ধিমানি জ্ঞানী বিজ্ঞানীগণ কয়েক ধরনের গবেষণাগত মানবসম্প্রদায়ের অস্তিত্ব সংরক্ষণের প্রচেষ্টা,শক্তিশালী আইন সংবিধানের নিয়মাবলী,মা্সযেম্প্রদায়ের অস্তিত্ব সংরক্ষণের সচেতনশীল চিন্তাধারার প্রসার করতে কী শুরু করে দিচ্ছেন যাতে বর্তমান থেকেই ভবিষ্যতের জন্য এই কয়েক সংখ্যক বেঁচে থাকা মানব সম্প্রদায়কেও সুরক্ষিত ভাবে সংরক্ষণ করা যায় বলে।
“পৃথিবীর প্রকৃতিক পরিবেশের প্রাণীসম্প্রদায়ের অস্তিত্বকে তো কয়েক দশক আগে থেকেই মানুষ নিজের হাতেই বিলুপ্ত করতে শিখে ছিলো,আর এই অস্তিত্ব বিলুপ্ত করে দেওয়ার অভ্যাস মানুষকে এখন নিজস্ব মানবসম্প্রদায়ের অস্তিত্ব বিলুপ্ত করার দিকে অগ্রসর করে দিয়েছে।"
Comments