Simple life
- manisha chhetri
- Jun 3, 2024
- 1 min read
Simple life শুনতে কত ভালো শান্তিপূর্ণ পরিবারের মানুষদের বেঁচে থাকার জিবন লাগে।একজন মানুষের পক্ষে এই Simple life এর মধ্য দিয়ে তার জিবন অতিক্রম করা তার জীবনের সব চেয়ে বড় স্বপ্ন হয়।কিন্তু এই সমাজে প্রসিদ্ধ্য নিষ্ঠুর নিয়মাবলিকেতো আপনারা ভালো ভাবেই জানেন যে মানুষ যত দিন অব্দি বেঁচে থাকে ততদিন অব্দি তাকে তার জিবনের সব চেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্ন পূরণ করার জন্য লড়তেই থাকতে হয়।কখনো এই হৃদয়হীন সমাজের সাথে, কখনো এই দেশের অন্ধ্য হয়ে যাওয়া আইনের সাথে,কখনো আত্মীয় পরিজনদের সাথে,কখনো পরিবারের সাথে,কখনো হটাৎ হটাৎ চলে আসা জীবনের দায়িত্বের সাথে আর কোনো কোনো সময় নিজের জীবনের ভাগ্যের সাথে লড়তে লড়তে মনে হয় যে এই Simple life তো একটা বয়সের বাচ্চাদের খেলা করা বয়সের স্বপ্নের কথা মাত্র যার কোনো ভবিষ্যৎজনিত অস্তিত্বই নেই।
মানুষের জিবনে কয়েক ধরনের বড় বড় ইচ্ছার স্বপ্ন হয় তার জন্য কত বড় বড় কাজকর্ম করতে হয় মানুষকে যতদিন অব্দি ও করতে পারে সেই ইচ্ছার স্বপ্ন পূরণ করার জন্য কাজ করতেই থাকে।আর একদিকে কেউ কেউ মানুষ তার জিবনে শুধু মাত্র একটা ছোট স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে চায় Simple life এর মাধ্যমে নিজের আর নিজের পরিবারের জিবন যাপন করার,তবুও তাকে জিবনভর সাংসারিক কাজকর্মের সাথে সাথে এই হৃদয়হীন সমাজের সমাজ ব্যবস্থার সাথে লড়তেও হয়।
“একজন মানুষের জন্য একটি Simple life এর স্বপ্ন পূরণ করা অব্দি এতো বেশি কঠিন হয়।তাহলে সেই মানুষের জিবনে অন্য স্বপ্নগুলো পূরণ করা কতো বেশি ভয়ঙ্কর কষ্টকর হতে পারে।”
Kommentare