China Market
- manisha chhetri
- Aug 12, 2024
- 2 min read
China Market এর সস্তা দামে দামি জিনিস পাওয়া প্রসিদ্ধ্য সামানপত্র বিশ্ব বাজারের সাথে সাথে বিশ্বের দেশগুলির অর্থনৈতিক ব্যবস্থাতেও পড়ে থাকে তার জন্য বিশ্বের বাজারের দরদাম আর বিশ্বের দেশগুলির অর্থনৈতিক ব্যবস্থা কখন কোন রূপ নিয়ে ভেঙ্গে পড়বে তার Guarantee কেউ দেয় না।
China Market এর এক একটি সামানপত্রের ফাক্সামি সুন্দর্য্য যেমন বিশ্ব প্রসিদ্ধ্য সেই ভাবেই বিশ্বের মধ্যে ছড়িয়ে থাকা ফাক্সামি সুন্দর্য্যের পিছনের ক্ষতিকর দিক কখন কোন রূপ নিয়ে আপনার জীবন নষ্ট করে দিতে পারে তার Guarantee কেউ দেয় না।
China Market এর এক একটি অদ্ভুত ধরণের খাবারগুলোরতো কী কথা করবেন বিশ্ব প্রসিদ্ধ্য শব্দ ও কম পড়বে।আর এই অদ্ভুদ ধরণের খাবার খেয়ে মানুষ ও এখনকার দিনে China Market এর খাবারের মতন অদ্ভুত হয়ে গেছে তার জন্য বর্তমান দিনে মানুষের স্বাস্থ্যের সাথে আয়ুর Guarantee কেউ দেয় না।
China Market এর প্রভাব বিশ্বজুড়ে দেশের মানুষের ক্রিয়াকর্যের উপর যেভাবে পড়ে আছে তার ভিত্তিতে China Market এর প্রভাব থেকে নিজেকে সরিয়ে দূরে রাখা অসম্ভব।কিন্তু China Market এর অদ্ভুত ধরণের খাবার খেয়ে অদ্ভুত হয়ে যাওয়া মানুষদের China Market এর Dialogue গুলোর Guarantee বর্তমান দিনে কেউ দিলেও নিজের ভালোর জন্য কখনো বিশ্বাস করবেন না।
China Market এর এক একটি প্রসিদ্ধ্য সামানপত্রের সুখসুভিধা,ফাক্সামি সুন্দর্য্য,তার চেয়ে ভালো আদ্ভুত ধরণের খাবারগুলোর আর China Market এর Dialogue গুলোর মধ্যেই বর্তমান দিনের মানুষের আগ্রহ বেশি থাকলেও একটা কিছু করা যেত।কিন্তু বর্তমান দিনের মানুষ China Market এর যন্ত্রপাতির সহযোগে নতুন সভ্যতা গড়ে তুলতেছে যার Guarantee দেওয়ার জন্য বিশ্ববাসী উৎসাহের সাথে প্রস্তুত হয়ে আছে।
“এই China Market এর সভ্যতাতে নিজেকে যত দিন সুস্থ ভাবে বাঁচিয়ে রাখতে পারবেন সেটাই বড় কথা।আর ততদিনের জন্য আমার পক্ষ থেকে আপনাদের জন্য উপদেশ আছে যে বর্তমান দিনে China Market এর এক একটি জিনিস থেকে শুরু করে এক নতুন সভ্যতার প্রভাব আমাদের জিবনে এমন ভাবে জড়িত হয়ে আছে যে তাকে আগের যুগের মতন বিদ্রোহের মাধ্যমে অবরোধ করা মুশকিল।তার চেয়ে ভালো এই China Market এর সভ্যতার সাথে সামাঞ্জস্য রেখে।নিজের জীবনের সর্বকল্যাণের উদ্দেশ্যকে বাস্তবাহিত করার চেষ্টাকে চিরন্তকালের জন্য নিজের মধ্যে বাঁচিয়ে রাখুন আর নিজের মধ্যে থাকা সচেতনশীল চিন্তাধারার সাথে এক নতুন বিশ্বকে দেখার চেষ্টা করুন আর নিজের জীবন আরও বেশি সুন্দর আনন্দময় গড়ে তুলুন।”
Comments