সাহস
- manisha chhetri
- Mar 20, 2024
- 2 min read
Updated: Jul 18, 2024
বর্তমান জগতে একজন মানুষকে সম্পূর্ণ ভাবে সম্পন্ন হওয়ার জন্য কয়েক ধরণের গুনের অবশ্যক হয় তার মধ্যে কয়েকটি নিয়মাবলি মানুষ মেনে চলে নিজের জীবনকে সিদ্ধ করার জন্য তার মধ্যে কয়েকটি উদাহরণ হল ঃ
একজন মানুষকে সম্পূর্ণ ভাবে সম্পন্ন হওয়ার জন্য সঠিক উন্নত ধরণের শিক্ষা জ্ঞানের দক্ষতার প্রয়োজন হয়।
একজন মানুষকে সম্পূর্ণ ভাবে সম্পন্ন হওয়ার জন্য সঠিক উন্নত ধরণের শিক্ষা জ্ঞানের দক্ষতার সাথে সাথে ধনসম্পদ ঐশ্বর্যের ও প্রয়োজন হয়।
একজন মানুষকে সম্পূর্ণ ভাবে সম্পন্ন হওয়ার জন্য জীবনের উপযুক্ত বয়সের অভিজ্ঞতার ও প্রয়োজন হয়।
একজন মানুষকে সম্পূর্ণ ভাবে সম্পন্ন হওয়ার জন্য তার জীবনে ক্ষমতাশীল নেতৃবিন্দদের সহযোগিতার সাথে তার চারিপাশের প্রতিবেশী,সহকর্মীদের সাহানুভূতিশীল মনোভাবের চিন্তাধারার ও খুবই প্রয়োজন হয়।
বাহির দিক দিয়ে এই ধরণের উদাহরণকে কয়েক সংখ্যক মানুষ নিজের জীবনকে সম্পূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করে একি পথে চলতে থাকে আর কোনো কারণে এই সব উদাহরণের মধ্যে কোনো একটি কারণ তার লক্ষ্য পূরণ করতে বাঁধা প্রাপ্ত হলে তবে সেই সময় নিজেকে জীবনে বিফল হওয়া মানুষ অনুভব করে নিজের জীবনের সাথে অবহেলনা করতে শুরু করে ও নিজেকে সম্পূর্ণ ভাবে সম্পন্ন নাই ভেবে জীবনের প্রত্যেক লক্ষ্য উদেশ্য থেকে নিজেকে সরিয়ে হার মেনে নেয়।
কিন্তু সেই মানুষ জানে না যে ও এই সব দক্ষতা,ধনসম্পদ ঐশ্বর্য,উপযুক্ত বয়সের অভিজ্ঞতা ও শক্তিশালী নেতৃবিন্দদের সহযোগিতার মাধ্যমেই নিজেকে সম্পূর্ণ ভাবে সম্পন্ন আছে ভেবে সেই জ্বালের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকা মানুষ নয় বলে সে জানে না যে এই সব উদাহরণের গণ্ডির মধ্য থেকেও সে বড় ক্ষমতার অধিকারী হয়ে নিজের জীবনকে সম্পূর্ণ ভাবে সম্পন্ন করতে পারে বলে যদিও সেই ক্ষমতা তার জন্মের সাথে সাথে থেকেই রয়ে আছে প্রকৃতগত স্বাভাবিক ভাবেই তার মধ্যে শুধু মাত্র সাক্ষাৎ করতে পারে নি ও নিজের মধ্যে থাকা সেই আন্তরিক সাহসের ক্ষমতার সাথে।
আর এই সাহসের ক্ষমতা ও সব সময় সবার মধ্যে সমান ভাবে সরবরাহ হয় না তার জন্য হয়তো এই ক্ষমতার সাথে সবার সহজ ভাবেই বন্ধুত্ব হয় না।যেসব মানুষ নিজের কঠিন পরিশ্রম কঠিন পরিস্থিতির সাথে বন্ধুত্ব করে তার সাথে নিজের নতুন জীবনের আত্মপ্রকাশ ঘটাতে শিখে যায় সেই সহনশীল মানুষদের সাথেই এই সাহস নিজের বন্ধুত্বের হাত বাড়িয়ে সেই মানুষকে তার সম্পূর্ণ ভাবে সম্পন্ন হওয়ার জীবনের আনন্দের সাথে এক নতুন বিশ্বকে জানতে সহযোগিতা করে থাকে এক নতুন উৎসাহের সাথে।
নিজের আন্তরিক সাহসের সাথে যদি কোনো মানুষ একবার সাক্ষাৎ হয়ে তার সাথে বন্ধুত্ব করে নেয় তাহলে সেই মানুষের জন্য বাহির জগতের ওই নানা ধরণের উদাহরণের সাহায্যে নিজেকে সম্পূর্ণ ভাবে সম্পন্ন আছি বলে নিজেকে সিদ্ধ করার কোনো দরকার পড়ে না।নিজের সাহসের ক্ষমতার সাহায্যে ও একলাই সম্পূর্ণ ভাবে সম্পন্ন হয়ে এই বিশ্বে নিজের উন্নত চিন্তাধারার আত্মপ্রকাশ ঘটাতে পারে সাহসের সাথে।
“একজন মানুষ নিজের জীবনে ততক্ষণ অব্দি অসম্পূর্ণ থাকে যখন অব্দি তার পরিচয় নিজের আন্তরিক সাহসের ক্ষমতার সাথে হয় না।
একজন মানুষকে সম্পূর্ণ ভাবে সম্পন্ন হওয়ার জন্য নিজের মধ্যে থাকা আন্তরিক সাহসের ক্ষমতায় যথেষ্ট হয়।
সাহস তোমার ভরসায় এই সুন্দর জগতকে নতুন ভাবে জানার যে উৎসাহ আছে এখন আমার মধ্যে তার জন্য ধন্যবাদ।“
Comentarios