শ্রী
- manisha chhetri
- Feb 8, 2024
- 1 min read
Updated: Jul 18, 2024
শ্রী হল একটি বিশেষ উপাধি যা সম্মানের সাথে দেওয়া হয় বিশেষ খ্যাতি প্রাপ্ত ব্যক্তিকে।
এই শ্রী উপাধি আমাদের দেশের সব কন্যাকেই দেওয়া হয়েছে কন্যাশ্রী বলে।শ্রী সম্মানে খ্যাতিপ্রাপ্ত ব্যক্তি যে ভাবে সম্মানিত আছেন সেই ভাবেই আমাদের দেশের সব কন্যা জাতি এই শ্রী সম্মানে সম্মানিত হয়ে আছে।আমাদের দেশের সাথে সাথে এই শ্রী সম্মান প্রায় গোটা বিশ্বের সব কন্যা জাতিকেই এই শ্রী উপাধিতে ভূষিত করা হয়েছে।
কিন্তু এই শ্রী উপাধি সম্মান দিলেই কী কন্যা জাতির সম্মান সুরক্ষিত ভাবে সুনিশ্চিত হয়ে যাবে।এই গোটা বিশ্ব সমাজে সে কী নিজেকে কন্যাশ্রী সম্মানে সুরক্ষিত কন্যা ভেবে এই বিশ্ব সমাজের কাজকর্ম নিজের স্বাধীনতার মতো সে সুরক্ষিত বোধ করে স্বাধীন ভাবে করতে পারবে।না শুধু নামের কন্যাশ্রী হয়ে এক গণ্ডীর মধ্যেই শোষিত,অবহেলিত হয়ে থাকতে বাধ্য হতে হবে।
“কন্যাকে শ্রী উপাধি সম্মান দিলেই শুধু হবে না তার শ্রী সম্মানের সুরক্ষা ও
সুনিশ্চিত করতে হবে তখনই এক কন্যা কন্যাশ্রী উপাধিতে ভূষিত হবে।”
Comments