বাড়ি
- manisha chhetri
- Feb 9, 2024
- 1 min read
Updated: Jul 18, 2024
যখন মানুষ দূরে কোথাও হারিয়ে যায় তখন নিজেকে খুঁজে পাওয়ার আশা হল বাড়ি।
যখন মানুষ কোনো সমস্যার মধ্যে পড়ে যায় তখন সেই সমস্যার সমাধান খোজার স্থান হল বাড়ি।
যখন মানুষ কোনো কষ্টে পড়ে যায় তখন নিজের কষ্টে কান্নার স্থান হল বাড়ি।
যখন মানুষ নিজের সাথে নিজের পরিবারের সাথে সুখদুঃখ একসাথে মিলেমিশে অনুভূতির প্রকাশ করে সেই স্থান হল বাড়ি।
যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ,রোগ ব্যাধি,আসে তখন নিজেকে নিজের পরিবারকে
বাঁচনোর,সামলানোর,সুরক্ষিত,সুস্থ রাখার স্থান হল বাড়ি।
যখন কোনো পরীক্ষা,পড়াশোনার সময় আসে তখন নিজেকে প্রস্থুত করার স্থান হল বাড়ি।
“বাড়ি কখনও ছোট বড় হয় না বাড়ি বাড়ি হয়। নিজের পরিবার আর নিজের বাড়ি সব মানুষকেই প্রিয় হয়,যদিও সে ছোট হোক বা বড়
হোক।নিজের বাড়ি,পরিবার হারানোর ভয়ের কষ্ট সংসারের সব রকমের কষ্ট থেকে অতি কষ্টকর হয়।”
Comments