টাকা
- manisha chhetri
- Jul 12, 2021
- 1 min read
Updated: Jul 18, 2024

টাকা একটি মানুষের স্বপ্ন পূরণ করতে পারে ।
টাকা একটি মানুষের ইচ্ছা পূরণ করতে পারে ।
টাকা একটি মানুষের নানা ধরণের চাহিদা পূরণ করতে পারে।
টাকা একটি মানুষের এই সব স্বার্থ পূরণ করার
সাথে সাথে একটি পুলিশ থানার আইন কানুন কিনতে পারে ।
টাকা থাকলে বাড়ি কেনা যায়।
টাকা থাকলে গাড়ি কেনা যায়।
টাকা থাকলে দামি সাড়ি কেনা যায়।
টাকা থাকলে একটি নারীর ইজ্জত তাঁর করা FIR ও কেনা যায়।
"একটি সাধারণ ভারতীয় মেয়ের FIR কী এত সস্তা দামের হয় যে কিছু টাকা দিয়ে
কিনলে সেটা রাতারাত FAKE FIR হয়ে যায়”, “আর টাকা কী এতই বড়ো জিনিস
যার দ্বারা আমাদের দেশের সংবিধানের আইন কানুন যা WORLDS BIGGEST &
STRONGEST হওয়ার সত্ত্বেও একটি মেয়ে ও তাঁর পরিবারকে অসহায়, অবহেলিত হয়ে
বাঁচতে বাধ্য হতে হয়।"
Comments