কাজ
- manisha chhetri
- Jul 4, 2024
- 1 min read
কাজ কেউ মানুষ নিজের স্বপ্ন বাস্তবে পূরণ করার জন্য করে।
কাজ কেউ মানুষ নিজের ইচ্ছার চাহিদা পূরণ
করার জন্য করে।
কাজ কেউ মানুষ নিজের স্বার্থপর চিন্তাধারাকে বাস্তবে পরিবর্তিত করার জন্য করে।
কাজ কেউ মানুষ নিজের সচেতনশীল চিন্তাধারাকে সর্বসাধারণের কল্যাণের জন্য করে।
কাজ কেউ মানুষ নিজের নিঃস্বার্থ স্নেহ নিজের পরিবারের জন্য বর্তিত করার জন্য করে।
কাজ কেউ মানুষ নিজের জিবনে চলে আসা দায়িত্বকে বাধ্য ভাবে পূরণ করার জন্য করে।
কাজ কেউ মানুষ নিজের মধ্যে থাকা একান্ততার সাথে সে সম্পূর্ণ আছে মনে করে নেওয়ার জন্য করে।
কাজ কেউ মানুষ নিজেকে এই স্বার্থপর খামখেয়ালী জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য করে।
“শরীরে কার্যগত ক্ষমতা থাকা কালীন কত ধরণের উদ্দেশ্য নিয়ে মানুষ কাজ
করে টাকা উপার্জন করে থাকে।আর যখন শরীর বৃদ্ধ হয়ে অসুস্থ হয়ে
পড়ে যায় তখন চারিপাশের পরিবারের সদস্য কত ধরণের অজুহাত দেখিয়ে আপনাকে একলা ডাক্তারের ভরসায় ছেড়ে চলে যাবে।একজন মানুষ সুস্থ শরীর হওয়ার সময় কী বৃদ্ধ বয়সে আসুস্থ হয়ে
ডাক্তার আর নার্সের ভরসায় এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য জীবনভর কাজ করে থাকে।”
Comentários